Ameen Qudir
Published:2018-12-27 07:15:44 BdST
চিকিৎসক দম্পতিনন্দিত চিকিৎসক দম্পতি: স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রনী
ডা. স্বীকৃতি সাহা
______________________
তারা উভয়েই চিকিৎসা শাস্ত্রের মেধাবী শিক্ষার্থী। উভয়েই চিকিৎসক। উভয়েই লোকসেবা ও আইনশৃঙ্খলাসেবার সঙ্গে ওতপ্রোত কাজ করে এখন নন্দিত ও প্রশংসিত। একজন গ্যাস্ট্রোএন্টারোলজির সহকারী অধ্যাপক হিসেবে চিকিৎসা সেবায় আছেন। তিনি ডা. রন্জিত পাল। সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক হিসেবে কর্মরত।
অন্যজন ডা. নন্দিতা মালাকার । জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে দক্ষ ও সাহসী ভূমিকার জন্য সম্প্রতি গাজীপুর জেলার এডিশনাল এসপি হিসাবে পদোন্নতি পেলেন । এর আগে নন্দিতা সিকিউরিটি প্রিন্টিং প্রেস শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
ডা. নন্দিতা মালাকার দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে এএসপি হিসাবে যোগদান করেন।
ডা. নন্দিতা মালাকার ২৬ জানুয়ারি ২০০৬ সালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক রন্জিত পালকে বিয়ে করেন। এই দম্পতির একটি সন্তান রয়েছে।
আপনার মতামত দিন: