Ameen Qudir
Published:2018-12-14 22:48:47 BdST
চিকিৎসাসেবায় স্মরনীয় অবদানের জন্য বাংলা একাডেমি সম্মান পেলেন ডা. সামন্ত লাল সেন
ডেস্ক
________________________
বাংলাদেশের চিকিৎসাসেবায় স্মরনীয় অবদান রাখার জন্য বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৮ পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
সম্প্রতি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সভা শেষে তাকে এই ফেলোশিপ দেয়া হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
অধ্যাপক সামন্ত লাল বলেন, বাংলা একাডেমির ফেলোশীপ আমার জীবনের অনন্য উপহার। ড. আনিসুজ্জামান স্যারের কাছ থেকে সম্মাননা নিতে পেরে আমি ধন্য। চিকিৎসাসেবায় অবদান রাখার জন্য আমাকে এ সম্মান দেয়া হয়েছে। আমি এ সম্মান পেয়েছি আমার রোগীদের জন্য। আমার এ অর্জন তাদের জন্য উৎসর্গ করছি। পাশাপাশি আমি আমার বাবা-মাকে স্মরণ করছি যারা আমার জন্য অনেক কষ্ট করেছেন।
তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য বলেন, আপনাদেরকে সম্মান পেতে হলে ধৈর্য্যের সাথে ভালো কাজ করতে হবে। চিকিৎসাসেবা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমি সেটাই করেছি। যার কারণে আজ আমাকে এ সম্মান দেয়া হয়েছে।
তার পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক ।
২০১৭ সালেও বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ পেয়েছিলেন আরেকজন ডাক্তার। তিনি হলেন, অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ্।
আপনার মতামত দিন: