Ameen Qudir

Published:
2018-12-04 07:15:35 BdST

কে সে কে? তিনি একজনই !


 

 

____________________________

লেখক মেজর ডা. খোশরোজ সামাদ
_____________________________

কে সে কে? তিনি হলেন তিনি। তিনি একজনই। তিনি বাংলা কথা সাহিত্যের অনন্য এক রুপকার সমরেশ মজুমদার। ত্রয়ী উপন্যাস ' উত্তরাধিকার, কালবেলা,কালপুরুষ, 'একজনেরই জাদুকরী কলম থেকে উদগারিত হয়। লাখো লাখো পাঠক উদ্দীপিত হয়,দিন বদলের লড়াইয়ের স্বপ্ন দেখে।

২।ডুয়ার্সের চা বাগানে ১৯৪২ সালের ১০ই মার্চ যে শিশুটি জন্ম নিয়েছিল, প্রকৃতি বলে দেয় নি সেই একদিন সাতকাহনের মত অমর রচনাবলীর জন্ম দেবেন।গ্রুপ থিয়েটারে কর্মী মঞ্চ নাটক লিখতে ব্যর্থ হওয়া এই মানুষটি আজ বাংলা কথা সাহিত্যের পর্বতচুড়ায় বসে আছেন স্থিতধী হয়ে।

৩।গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে পড়ন্ত বিকেলে ধুন্ধুমার আড্ডার এক পর্যায়ে আমি আমার স্মৃতি কথন ' যে গল্প ত্রাসের, যে গল্প দু:সাহসের 'বইটি উপহার দেয়ার প্রয়াস পাই। তিনি বইটির বিষয়বস্তু নিয়ে উতসাহ দেখান।আমার কাঁধে তিনি স্নেহার্দ হাত রাখেন।আমরা ক্যামেরাবন্দী হই।

৪।প্রিয় সমরেশ দা', পুরোপুরি সুস্থ দেহে শতবর্ষী হোন। বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক আপনার কালজয়ী লেখনীতে।

____________________________

 

লেখক মেজর ডা. খোশরোজ সামাদ;
উপ অধিনায়ক ,
আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরটরী ।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়