Ameen Qudir

Published:
2018-11-08 17:45:22 BdST

প্রাণ গোপাল দত্তসহ সেরা করদাতার শীর্ষ তালিকায় যেসব চিকিৎসক


 


ডা. সাবিনা বিনতে রহমান
_________________________

সেরা করদাতার কাতারে এবারও বরাবরের মত জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শীর্ষ কয়েকজন চিকিৎসক ব্যাক্তিত্ব। এর মধ্যে সবচেয়ে সম্মানিত ও আলোচিত নাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত স্যারের । গত ১০ বছর সেরা করদাতার তালিকায় শীর্ষে থেকে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন। প্রাণ গোপাল দত্ত এবার কুমিল্লা থেকে নির্বাচন করবেন , আশা করা যায়। সকলের ধারনা , তিনি নির্বাচনোত্তর আসন্ন সরকারের সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী।

ওদিকে সেরা করদাতার তালিকায় আরো আছেন, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক,ডা. জাহাঙ্গীর কবির, ডা. মো. আব্দুল মবিন খান এবং ডা. মো. নুরুল ইসলাম প্রমুখ।
_____________________

ডা. সাবিনা বিনতে রহমান । সুলেখক। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়