Ameen Qudir

Published:
2018-10-11 00:56:40 BdST

ডাক্তার প্রতিদিন মানসিক স্বাস্থ্য দিবস সম্মাননাঅধ্যাপক ডা.ঝুনু শামসুন নাহার: মনোরোগ সেবার জীবন্ত কিংবদন্তি


 



 

ডাক্তার প্রতিদিন সম্মাননা প্রতিবেদন
____________________________________

তাঁর হাতেই বাংলাদেশে আধুনিক মানসিক স্বাস্থ্য সেবার অনন্য বিকাশ। তিনি প্রগতি চিন্তার চিন্তক; প্রগতিশীল আন্দোলনের অগ্রনী। তিনি দেশসেরা মানসিক রোগ বিশেষজ্ঞ । বাংলাদেশের লাখো মানসিক রোগী তার অনন্য ও নির্ভূল চিকিৎসায় পেয়েছে সুস্থ জীবনের দিশা। তিনি দক্ষ প্রশাসক , তাঁর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগ হয়েছে সুসংগঠিত , আধুনিক ও অগ্রসর।

হ্যাঁ, মনোরোগবিদ্যা,চিকিৎসাবিদ্যার সর্বপ্রিয় শিক্ষক , পথপ্রদর্শক , শিক্ষার্থীদের দিশারী অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহারের কথাই বলছি।

 

চিরতরুণ , সর্বদাই অগ্রনী আত্ম প্রত্যয়ী_____________

 

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এই মহান বাঙালি চিকিৎসক শিক্ষক ও লোকসেবীর প্রতি জানাই সশ্রদ্ধ সম্মাননা ।


ব্যাক্তিজীবনে অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী তিনি। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরলস শ্রম ও অনন্য মেধা ও যোগ্যতার কারণে পেয়েছেন সাফল্য। ব্যর্থতা তাঁর অভিধানে লেখা নেই।
এই অক্টোবরে তাঁর জন্ম । ২৮ অক্টোবর জন্ম নেন তিনি।

 

শাদা কালো ফ্রেমে অগ্রণীদের সঙ্গে । বাম থেকে দ্বিতীয়_______________

 

পড়াশোনায় ছিলেন সর্বদা সবার উপরে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই ছিলেন সেরার সেরা। পড়াশোনা করেন খাস্তগীর স্কুল, হলিক্রস স্কুল এন্ড কলেজে।
চিকিৎসা বিজ্ঞানের ওপর পড়াশোনা করেন বুলগেরিয়ার সোফিয়ায়। সেখানকার Sofia Medical Academy; Medical University of Sofiaর সেরা শিক্ষার্থী তিনি। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন - বিসিপিএস থেকে সম্মানজনক এফসিপিএস ডিগ্রি অর্জন করেন ।

সুদর্শন ও অনন্য ব্যাক্তিত্ব______________________

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়র প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি আছেন। তার আগে আইপিজিএমআরএও ছিলেন।

সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপকসহ শিক্ষকতা ও চিকিৎসা সেবার প্রতিটি ধাপেই রাখেন অনন্য দক্ষতার স্বাক্ষর।

বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের সফল চেয়ারপারসন হিসেবে তিন বছর তিনি দায়িত্ব পালন করে অনন্য নৈপূণ্যে ।
তাঁরই প্রদর্শিত পথে বিভাগটি এখন সমৃদ্ধ ও কর্মনৈপূণ্য ও নানা অভূতপূর্ব সৃজনশীল তৎপরতায় ভাস্বর।


শ্রোতাপ্রিয় বাগ্মী; শিক্ষার্থী প্রিয় শিক্ষক-______________

 

এর আগে সাইকোথেরাপি উইংএর প্রধান হিসেবে সুদীর্ঘ কর্মকালে তিনি দেশের সাইকোথেরাপি সেবার ক্ষেত্রে মাইল ফলক নানা আয়োজন করেন। সাইকোথেরাপিকে দেন নতুন পরিচয়; ভুক্তভোগী রোগী মহলে জনপ্রিয় ও প্রয়োজনীয় করে তোলেন।

Association of Therapeutic counselors, Bangladesh (ATCB) প্রতিষ্ঠা করে তিনি এই সেক্টরকে দেন নতুন প্রাণ। এটিসিবির চেয়ারপারসন তিনি। সংগঠনটি তার নেতৃত্বে নিত্য নতুন সাফল্যের স্বাক্ষর রাখছে।
মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ার পারসন হিসেবে অনন্য সাফল্যর নজির রেখে বর্তমানে তিনি বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক হিসেবে প্রতিদিন মানবসেবা করে যাচ্ছেন। হারমনি নামে একটি মনোসেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। এটি দেশের অগ্রগন্য সেরা প্রতিষ্ঠান। রোগী সেবার পাশাপাশি দক্ষ জনশক্তিও তৈরী করছেন এই সমাজ প্রগতির জীবন্ত কিংবদন্তি।

এখানে অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহারের জীবনের কিছু স্মৃতিময় ছবি প্রকাশ করা হল।

 


এক ফ্রেমে তিন প্রজন্ম

 


বিভাগের সহকর্মীদের সঙ্গে


পৃথিবীর পথে  সদা উদ্যমী পরিব্রাজক

 


কর্মমুখর জীবনে অবসর নেই। নেই ফিরে তাকাবার ফুরসত।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও তাঁর স্নেহধন্য ছাত্র ডা.সুলতানা এলগিনের সঙ্গে তিনি।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়