Ameen Qudir
Published:2018-10-08 00:23:44 BdST
নতুন জীবন শুরু করতে বললে ডাক্তার হতে চান বিশ্বসেরা ক্রিকেটার মাশরাফি
ডা. সামসুল হক তালুকদার
_________________________
নতুন করে জীবন শুরু করতে বললে কি হতে চান বিশ্বসেরা ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা !
তার সাফ কথা : ডাক্তার। ডাক্তার হতে চাইতেন তিনি।
৩৫তম জন্মদিনের প্রাক্কালে মিডিয়ার মুখোমুখি হন তিনি। সেসময় অকপটে তার এই গভীর প্রত্যাশা ও অপূর্ণ স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।
মাশরাফি বলেন, আমি ডাক্তার হতে চাইতাম।
কেন ডাক্তার হতে চাইতেন! তার জবাব, সবচেয়ে মহৎ ও সবচেয়ে জরুরি পেশা। মানুষের জীবন বাঁচানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে! । ক্রিকেট বা ক্রিকেটারকে আমি এখানে তুলনায়ই আনতে চাই না।
ডাক্তাররা সেকেন্ড গড কথাটা অনেকেই বলেছেন। ডাক্তাররা প্রাণ বাঁচান মানুষের সেটা সর্বস্বীকৃত। দেশ ও বিশ্বসেরা সেরা ক্রিকেটার মাশরাফির মুখেও সেই অবিনশ্বর কথার প্রতিধ্বনি।লড়াকু জীবনে এত বিশ্বকাঁপানো সাফল্যের পরও মাশরাফির এই স্বপ্ন সত্যিই চিকিৎসক পেশাকেই মহিমান্বিত করে।
____________________________
ডা. সামসুল হক তালুকদার । সুলেখক। ক্রিকেট লেখক।
আপনার মতামত দিন: