Ameen Qudir

Published:
2018-06-30 05:23:38 BdST

অসীমের পানে ভাল থাকুন,সুধীন দাশ
মেজর ডা. খোশরোজ সামাদ
______________________________

সুধীন দাশ।নক্ষত্রদের নক্ষত্র। শিল্পীদের শিল্পী।  গত বছর ২৭শে  জুন তিনি অসীমের পানে যাত্রা করেছিলেন।আমাদের জন্মান্ধ চোখ আলোকিত বাতিঘর দেখতে পায় না, আড়ষ্ট নাসিকা গোলাপের সৌরভ পায় না, বধির কর্ণ অমিয় সুর শুনতে পায় না। তাই,বছরের কাঁটা ঘুরতে না ঘুরতে আমরা তাঁকে স্মৃতির হিমঘরে পাঠিয়ে দিয়েছি।

২।নজরুলের গানকে বিকৃতির হাত থেকে রুখতে অসংখ্য পান্ডুলিপি রচনা করেন।বিস্ময়কর তথ্য হল লালনের গানের স্বরলিপি তাঁরই হাতের সৃষ্টি। নজরুল একাডেমী তাঁরই মানসপুত্র।

৩।দর্শক - শ্রোতার ভালবাসা যদি কোন শিল্পীর সবচেয়ে বড় পুরস্কারের মানদণ্ড হয়,তবে তিনি অনেক আগেই সেই স্রোতবহায় ভেসে গেছেন।

৪।সংগীতে আপনার জন্ম,আবার ঘুমিয়ে পড়েছেন শ্রেষ্ঠতম সংগীত আলয়ে। আপনাকে হারানোর দিনে সংগীত ছাড়া নৈবদ্য দেয়ার আর কিছুই নেই।তাই বেদনা ভারাক্রান্ত কন্ঠে গাইছি,

' অঞ্জলি লহ মোর,সংগীতে সংগীতে'!
_____________________________
প্রচ্ছদের ছবিতে আলোকপ্রভ সুধীন দাশের সঙ্গে লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়