Ameen Qudir

Published:
2018-05-16 02:47:48 BdST

মুস্তফা নূরউল ইসলাম, আপনাকে আরেকবার চাই






মেজর ডা. খোশরোজ সামাদ
--------------------
১।রহস্যের দেশে চলে গেলেন শিক্ষাগুরু,সাংবাদিক,বহুমাত্রিক প্রতিভার এক দীপ্যমান ভূমিপুত্র মুস্তফা নূরউল ইসলাম।খোদ ইংল্যান্ড থেকে পি এইচ ডি করলেও চাষাভুষাদের আন্দোলন ' তেভাগা আন্দোলনের 'সাথে নিজেকে একাত্মা করে ফেলেন। শোষকদের রক্তচক্ষু, জেলজুলুম হুলিয়া মৃত্যুভয় উপেক্ষা করে ভুখা নাংগাদের দিন বদলের লড়াইয়ে ভ্যানগার্ড হবার তীব্র হলাহল পান করে নীল কন্ঠ হন।

২।বাহান্নোর ভাষা আন্দোলনেও তিনি রাজপথ প্রকম্পিত করেন।মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসে থেকে জনমত গঠন করেন।

৩।শাসক শ্রেনীর কাছে নতজানু না হয়ে ছেড়ে দিয়ে আসেন বাংলা একাডেমীর লোভনীয় চাকরি। অসুন্দরের বিরুদ্ধে তার সম্পাদিত ' সুন্দরম' পত্রিকা শোভা আর সৌরব ছড়িয়েছে।

৪।আমার মত অভাজনকে এই সূর্যসন্তান কেন পুত্রসম স্নেহ করতেন তা আমার আজও অজ্ঞেয়। পাথর সময়ে যখন চারিদিকে ঊনমানব দেখি তখন এক অনন্য বাতিঘর মুস্তফা নূরউল ইসলামকে আরেকবার দরকার হয়ে পরে।
___________________________

মেজর ডা. খোশরোজ সামাদ

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়