Ameen Qudir

Published:
2016-12-06 15:37:12 BdST

ভালবাসার বেহালার টাকায় ৭২ বছরের বৃদ্ধর স্ত্রীর চিকিৎসা


 

 

ডাক্তার প্রতিদিন
______________________

 

বেহালায় প্রেম ভালবাসা ও মানবতার অমর সুর বাজিয়ে ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিত্সার অর্থ সংগ্রহ করছেন এই ৭২ বছরের বৃদ্ধ ।

অমর প্রেম ; অজর ভালবাসা।
ভালোবাসা বাঁচাতে সুরের সুরভি ঢেলে এক বৃদ্ধের অনবদ্য এই প্রয়াস।

৭২ বছরের বৃদ্ধ স্বপন শেঠ তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে হাতে তুলে নিয়েছেন বেহালা । নিজের সম্বল একমাত্র সঙ্গীতের মাধ্যমে স্ত্রীর চিকিৎসার জন্য অর্থসংগ্রহ করছেন তিনি।

 

_______________________________
ভালবাসার বেহালার ভিডিও

দেখুন শুনুন সেই ভালবসার অমর সঙ্গীত

__________________________________

 

সকলের নজর এড়িয়ে নীরবেই এই কাজ করছিলেন স্বপনবাবু। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রাক্তন পরামর্শদাতা তথা লেখক সৃজন পাল সিংহ স্বপন বাবুর একটি ভিডিও পোস্ট করেছেন।

সৃজন পাল সিংহর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির ওল্ড কফি হাউসে বেহালার ছড়ে করুণ-প্রেমের সুর তুলছেন স্বপনবাবু।

 

স্বপনবাবু কলকাতার বাসিন্দা। তাঁর স্ত্রী মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এই বৃদ্ধ বয়সেও সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এই মহান লক্ষ্যে সুরের সুরের জাল বুনছেন তিনি।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়