Ameen Qudir

Published:
2018-01-05 18:15:54 BdST

অভ্র'র জনক ডা. মেহদী হাসান এখন কোথায়


 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক

______________________________

অভ্র এর আবিষ্কারক, মেহদী হাসান
ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। সেখান থেকে পাস করা একজন ডাক্তার।মেডিকেল এ তৃতীয় বর্ষে থাকা অবস্থায় সম্ভবত ৮৩ সালে তিনি বাঙালীর সবচেয়ে আদৃত ভালোবাসার ধন 'অভ্র' আবিষ্কার করেন। আমাদের দূনিয়া বদলে দেন তিনি।
তার আর খবর নাই।


ডা. মেহদী হাসান
এখন কোথায় !!
কোনও উপজেলায়, পোস্টেড হয়ে নাই তো তিনি !

কেন তাকে সঠিক মূল্যায়ণ করা হল না !
এত বিশাল এক আবিস্কারকে কিভাবে সম্মানিত করল এই সমাজ ও রাষ্ট্র !

____________________________

 

 

লেখক লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়