Ameen Qudir
Published:2017-09-21 16:13:23 BdST
উৎসব পরিধি-খরচ কমিয়ে তাদেরকে সাহায্য করা উচিৎ : অধ্যাপক ডা. সামন্তলাল সেন
লিটন কান্তি চৌধুরী
__________________________
দেশ সেরা চিকিৎসক অধ্যাপক ডা. সামন্তলাল সেন বলেছেন,
“পূজার আনুষ্ঠানিকতায় আমি বিশ্বাস করি। সকালবেলা আমরা আসি,পূজা করি, অঞ্জলি দিই। কিন্তু এরপরের যে উৎসবটা, এটা বোধহয় এবছর সংকুচিত করার কথা বিবেচনা করা উচিৎ।
দেশের বন্যার্ত মানুষ এবং মিয়ানমারের রোহিঙ্গাদের যে কষ্ট তা অনুধাবন করে উৎসব পরিধি-খরচ কমিয়ে তাদেরকে সাহায্য করা উচিৎ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।”- মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুনে পোড়া অসংখ্য মানুষের জ্বালা দূর করা চিকিৎসক সামন্তলাল সেন।
চিকিৎসক সামন্তলাল সেন মহোদয়ের সাথে আমিও সহমত পোষন করি। তাই আসুন আর্তমানবতার সেবায় এগিয়ে আসি। উৎসব পরিধি-খরচ কমিয়ে মানুষের সেবাই দান করি।
__________________________
লিটন কান্তি চৌধুরী
Studied at Govt. City College, Chittagong
Went to Latif Rahman High School
আপনার মতামত দিন: