Ameen Qudir
Published:2017-09-06 18:45:11 BdST
শ্রদ্ধেয় ডাক্তারের উদ্যোগশ্রদ্ধেয় ডাক্তারের উদ্যোগ: পশুর চামড়া বিক্রির অবৈধ টোল বন্ধ হল
সংবাদ দাতা।
____________________________
মান্দার সতীহাটে প্রফেসর ডাঃ এস এম ফজলুর রহমানের নির্দেশে কুরবানীর পশুর চামড়া বিক্রেতার নিকট থেকে অবৈধ খাজনা/টোল উত্তলন বন্ধ করে দিয়েছে সতীহাট অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটি। ঈদের দিন শনিবার বিকেলে
প্রতিরোধ কমিটির চাপের মুখে মান্দা থানা প্রশাসনের উপস্থিতিতে হাট কর্তৃপক্ষ(ইজারাদার) আর কোনো দিন অবৈধ এ খাজনা তুলবেনা বলে জানান।
আপনার মতামত দিন: