Ameen Qudir
Published:2017-08-24 16:16:52 BdST
নায়করাজ রাজ্জাকের স্মৃতি : সেকাল-একাল
ডা. আশীষ দেবনাথ
____________________________
নায়করাজের মৃত্যুর পর গতকাল ষাট-সত্তর দশকের বাংলা সিনেমার গান শুনছিলাম। আর ভাবছিলাম গানের কথাগুলো নিয়ে!! কি অসাধারন হৃদয়ছোঁয়া ভাষায় ভাবের প্রকাশ। যেমন গীতিকার, সুরকার আর তেমনি অসাধারন সব শিল্পী।
এখনো ভালো গান হচ্ছে। তবে অধিকাংশ গানকে ছড়া থেকে সুর করা মনে হয়! এপার-ওপার দুইখানেই। এগুলো চটপটির মতই চটকদার। শুনতে তাৎক্ষনিক ভালই লাগে। তবে এরপর ঠোঙার মত ফেলে দিতে হয়।
কিন্তু গান সেতো মনের খোরাক।
যা দুই কান দিয়ে ঢুকে প্রথমে অধিকাংশভাগের গন্তব্য সোজা হৃদয়ে। বাকীটা মস্তিষ্কে। কিন্তু এখনকার অধিকাংশ গানই এককান দিয়ে ঢুকে অন্যকান দিয়ে বের হয়ে যায়।
'পীচ ঢালা পথ' সিনেমায় অভিনয় করা রাজ্জাক-ববিতার অসাধারন গানটি শুনছিলাম, আর ভাবছিলাম এর লিরিক এখন হলে কেমন হতো?
~বিখ্যাত গানটি হলো-
*ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়
তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়'।
~আর এখন হলে?
*ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়
তোমার আমার সারাটি দেহ আঁধারে জড়াতে চায়"!!
______________________________
ডা. আশীষ দেবনাথ
। Anaesthesiologist & Intensivist at Anaesthesiology & Intensive Care Services
আপনার মতামত দিন: