Ameen Qudir

Published:
2017-04-07 14:30:05 BdST

আমাদের বাতিঘর সনজিদা খাতুন


 

 


মেজর ডা. খোশরোজ সামাদ
________________________

 

 


১।সময়টা ছিল ষাটের দশক। পাথর সময়। পাকিস্তানী শোষকের খড়্গ নেমে এসেছিল বাংলা শিল্প - সাহিত্য- সংস্কৃতির উপর। যে অল্প কজন সেই অচলায়তন ভেঙে মুক্তধারা বইয়ে দিয়েছিলেন তাঁর অগ্রবর্তী সৈনিক সনজিদা। কাজী মোতাহার হোসেনের সুযোগ্য কন্যা সেই বৈরী সময়ে নিষিদ্ধ রবীন্দ্র সংগীতকে নুতন করে হাতিয়ার হিসেবেই ব্যবহার করেন দ্রাহে - দ্রোহে । সমমনাদের নিয়ে সৃষ্টি করেন ' ছায়ানট'।

২।বিশ্ব ভারতীতে উচ্চতর পড়াশুনা করেন। পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। সম্প্রতি, বিশ্ব ভারতী তাঁকে দেশিকাত্তোম উপাধি প্রদান করে।

৩।ওয়াহিদুল হকের সাথে বন্ধনে তাঁদের সন্তান পার্থ তানভীর নভেদ। গত ৪ ই এপ্রিলে তিনি ৮৫ বছরে পা রাখলেন।যতদিন বিভ্রান্তি, যতদিন লড়াই, ততদিন তাঁকে বাঙালির বড় প্রয়োজন।সনজিদা খাতুন, প্রিয় বাতিঘর, শুভ জন্মদিন।

_________________________


মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়