Ameen Qudir

Published:
2017-04-04 17:49:40 BdST

পয়লা বৈশাখের বর্ষবরণ বাংলাদেশের সবার প্রিয় সর্বশ্রেষ্ঠ উৎসব


 

 

 

ডা. মিলি সুলতানা

_____________________


পরিষ্কার ভাবে বলে দিলাম, বাঙালীর প্রাণের উৎসব নববর্ষ বরণ বা পয়লা বৈশাখ নিয়ে ধর্মন্ধরা যত বিতর্ক করবে, এই উৎসব ততই প্রাণে প্রাণে ছড়িয়ে যাবে।
গোঁড়ামী , ধর্মান্ধতা আপনার: নববর্ষ উৎসব সকলের । এই কথাগুলো আমি বলতাম না; কিন্তু যখন দেখলাম ডা. মিথিলা ফেরদৌসের অতি চমৎকার সুলিখিত লেখাার নীচে কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গী মনোভাবাপন্ন নিম্নশিক্ষার বা শিক্ষাদীক্ষাহীন লোক অামাদের সকলের প্রাণের উৎসব নববর্ষ নিয়ে ধর্মীয় শয়তানির আছড় দিয়ে এটাকে তথাকথিত শিরক , বেদাত -এইসব ফালতু কথা বলে সাম্প্রদায়িক সমস্যা তৈরী করতে চাচ্ছে। ডা. মিথিলাকে সমর্থন করে না লিখে পারছি না। তিনি খাটি কথা বলেছেন।

বরং ডাক্তার প্রতিদিনের সম্মানিত সম্পাদক ম্যাডামকে বলতে চাই, এইসব সাম্প্রদায়িক পাঠকের জন্য এই বৈজ্ঞানিক পত্রিকা ডাক্তার প্রতিদিনকে নিষিদ্ধ করে দিন। ওই বদমাশগুলো যেন এই পত্রিকায় ঢুকতে পারে না।

দেশের সংস্কৃতিবান সরকার ও প্রধানমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বাঙালীর এই মহান উৎসবে ভাতা দিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ও সর্ব জনপ্রিয় নববর্ষ উৎসবকে স্বীকৃতি দিয়েছ্নে।

পয়লা বৈশাখ শুধু বাংলাদেশের প্রাণের উৎসবই নয়; এটা বাংলাদেশের সবার প্রিয় সর্বশ্রেষ্ঠ উৎসব।
___________________________
ডা. মিলি সুলতানা । চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়