DESK

Published:
2026-01-14 21:58:54 BdST

চট্টগ্রামের  গেট টুগেদারে  যাওয়ার পথে মারা গেলেন ডা. সিরাজ


 
ডেস্ক 
____________
 
ডা জাকিয়া সুলতানা শহীদ জানিয়েছেন," দুঃসংবাদ: 
আমাদের বন্ধু বরিশালের ডা. সিরাজ চট্টগ্রামের  গেট টুগেদারে  যাওয়ার উদ্দেশ্যে  বরিশাল থেকে রওনা দিয়ে ঢাকায় আসার পথে, ঢাকায় ঢোকার একটু আগে অজ্ঞান হয়ে যায়, তার কিছুক্ষণ পরে  মারা যায় ।সে দীর্ঘদিন ডায়ালাইসিসের পেশেন্ট ছিল।  গেট-টুগেদারে যাওয়ার চট্টগ্রামে হোটেল পর্যন্ত বুকিং দেওয়া । গত বছর কয়েক ধরে বন্ধুদের কোন প্রোগ্রাম সে মিস করতে চাইতো না, আমার মনে হতো এই বুঝি ভাবনা আর যদি দেখা না হয়..... তাই হলো।
সিরাজ আজ থেকে  আর কখনোই তোমার সাথে আমাদের দেখা হবেনা। "

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়