Ameen Qudir

Published:
2019-09-29 22:26:59 BdST

মনোরোগের সেরা ডাক্তারের ঠিকানা


ডেস্ক
__________________

বাংলাদেশে মনোরোগ চিকিৎসার অন্যতম সেরা চিকিৎসক হলেন জ্যেষ্ঠ অধ্যাপক ডাঃ এনায়েত করিম। তিনি একজন সজ্জন রোগী সেবী । এ পর্যন্ত লাখো রোগী তার চিকিৎসায় সুস্থ জীবন যাপন করছেন। সাইকিয়াট্রি বা মনোরোগ একটি জটিল চিকিৎসা। অধ্যাপক ডাঃ এনায়েত করিম হলেন এক্ষেত্রে দেশের পাইওনিয়ার। তিনি পর্যাপ্ত সময় দিয়ে রোগী দেখেন। সুন্দর সুললিত কোমল ভাষায় সবার সঙ্গে কথা বলেন। নিবিড়ভাবে সকলের যত্ন নেন।
· সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া লিখেছেন তাঁর সম্পর্কে। তিনি লিখেছেন,
আমার প্রিয় স্যার,অধ্যাপক ডাঃ এনায়েত করিম। আমার দেখা সত্যিকারের সৎ, আন্তরিক, দক্ষ প্রশাসক, গবেষক, নিবেদিত প্রাণ শিক্ষক, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তার সহকর্মী থাকা কালীন আমার চাকুরী জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে( ২০০৯ থেকে ২০১২ সাল )। সেই সময় মানসিক হাসপাতাল পাবনার পরিচালক এবং একই সাথে পাবনা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন। পরে যশোর মেডিক্যাল কলেজের ও প্রিন্সিপালের দায়িত্ব পালনরত অবস্থায় অবসরে যান। তিঁনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন কিন্ত সরকারের কোন সুবিধা গ্রহণ করেন নি। তাঁকে কখনো নিজের জন্য তদ্বির করতে দেখিনি। তাঁর সহকর্মী, রোগী কিভাবে ভালো থাকবে সেই ব্যাপারেই বেশি তৎপর থাকতেন। সম্প্রতি স্যার শমরিতা মেডিকেল কলেজে যোগদান করেছেন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়