RAHANUMA NURAIN AONTY

Published:
2026-01-17 20:55:13 BdST

হাসপাতাল থেকে আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু


DESK

------------------------

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক নামে এক যুগ্ম সচিবের মৃত্যু হয়েছে। তিনি তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিইএম প্রকল্পের (অতিরিক্ত দায়িত্ব) প্রকল্প পরিচালক ছিলেন।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার বামনন্দি গ্রামের বাসিন্দা। তার বাবা ওয়াদুদ মিয়া।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা থেকে শ্যামলী পরিবহণের একটি বাসে করে তিনি আরিচা ঘাটে পৌঁছান। পরে কাজিরহাটে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে পার হওয়ার জন্য আরিচা যাত্রী ছাউনির নিচে একটি বেঞ্চে বসেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে স্পিডবোট কাউন্টারে কর্মরত আতাউর রহমান তাৎক্ষণিকভাবে তাকে একটি অটোরিকশায় করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল অথবা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আমরা নিশ্চিত হই যে তিনি মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, রোগীকে আনার সময় তিনি অচেতন ছিলেন। জরুরি চিকিৎসা দেওয়ার পর দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ স্পিডবোটে করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়