RAHANUMA NURAIN AONTY
Published:2026-01-14 20:35:42 BdST
হাসপাতাল থেকে সবার প্রিয় হাস্যোজ্জ্বল জাহাঙ্গীর আর নেই
শোক সংবাদ
_________________
সবার প্রিয় হাস্যোজ্জ্বল জাহাঙ্গীর আর নেই।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ( BUP) এর অতিরিক্ত পরিচালক ( জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ) , বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির আর নেই ।
সকাল ৭. ২০ মিনিটে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার বাসা রূপনগর আবাসিক এলাকায়। বাসায় থাকা অবস্থায় হঠাৎ ব্যথা অনুভব করলে ওকে হাসপাতালে নেয়া হয়, পথিমধ্যেই তার মৃত্যু হয়। BUP ক্যাম্পাসে সকাল ১১ টায় ওর জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ৯৩-৯৪ শিক্ষাবর্ষ) ইতিহাসের সাবেক ছাত্র জাহাঙ্গীর কর্মজীবন শুরু করেন একটি মানবাধিকার সংস্থায়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ২০০৪ সালে যোগদান করেন। ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ সহকারী পরিচালক ( জনসংযোগ) হিসেবে যোগ দেন।
সদা হাস্যোজ্জ্বল আমাদের এই প্রিয় ভাই আর নেই, এটা ভাবলেই মনটা খুব বিষন্ন হয়ে পড়ছে।
লেখাটি মনিরুজ্জামান টিপুর সৌজন্যে
আপনার মতামত দিন:
