RAHANUMA NURAIN AONTY

Published:
2026-01-14 20:21:50 BdST

হাসপাতাল থেকে হঠাৎ অসুস্থবোধ করলেন, ঢাকায় নেওয়া হল: অকালে চলে গেলেন ফেরদৌস আরা


 


ডেস্ক
___________________________

এমন অকাল , অসময়ের মৃত্যুতে শোকাহত সকলে। কেউ এমনটা কল্পনাও করে নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রোববারও র আইন-শৃঙ্খলা সভায় অংশ নিয়েছিলেন জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। সোমবার কর্মস্থলে যান তিনি। সেখানে হঠাৎ অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এর পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে।



আজ বুধবার সকাল ৭টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরো জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন।

 


ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।


ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিশিষ্ট চিকিৎসা ব্যাক্তিত্ব অধ্যাপক ডা. সুলতানা আলগিন বলেন, এমন অকালে চলে যাওয়া সত্যি সকলের জন্য কষ্ট ও শোকের । যারা প্রশাসনে কাজ করেন , টেনশন , কাজের চাপে তাদের অনেক সময় স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাব , জেলা ও শহরের হাসপাতালে হলেও নিয়মিত চেক আপ করুন। সুস্থতার অন্যতম শর্ত নিয়মিত চেক আপ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়