রাহনুমা নুরাইন

Published:
2025-09-19 16:50:17 BdST

হাসপাতাল থেকে 'ইয়া আলি’ খ্যাত জুবিন আর নেই


জুবিন গানের অনুষ্ঠানে

 


ডেস্ক
________

আসামের জনপ্রিয় গায়ক এবং বলিউডের ‘ইয়া আলি’ খ্যাত জুবিন গার্গ আর নেই। ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যাল-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে প্যারাগ্লাইডিংয়ের সময় সমুদ্রে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। তাকে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

আসামের মন্ত্রী আশোক সিংহল এক্স-এ লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আসাম শুধু একটি কণ্ঠ নয়, তার হৃদস্পন্দন হারিয়েছে। “

তিনি আরো বলেন,“জুবিন ছিলেন আসামের এবং সমগ্র জাতির গর্ব, যিনি তার গানে আমাদের সংস্কৃতি, আবেগ ও আত্মাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ, সান্ত্বনা ও পরিচয়। তাঁর প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আর কখনো পূরণ হবে না।”


পরিবারের প্রতি শোক জানিয়ে তিনি আরও লিখেছেন, “পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মা যেন চিরশান্তিতে থাকে এবং তাঁর উত্তরাধিকার চিরকাল প্রেরণা হয়ে থাকুক। ওম শান্তি।”

 

জুবিন গার্গ ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, সুরকার, গীতিকার ও অভিনেতা। ১৯৭২ সালের ১৮ নভেম্বর আসামের জোরহাটে জন্মগ্রহণ করেন।

২০০৬ সালে বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এর জনপ্রিয় গান ‘ইয়া আলি’ দিয়ে তিনি সারা ভারতে খ্যাতি অর্জন করেন। বলিউড ছাড়াও তিনি আসামি ও বাংলা সংগীতে আধুনিক, লোক, ভক্তিমূলক ও বিহু সহ হাজারো গান গেয়েছেন। তিনি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় সাংস্কৃতিক আইকনদের একজন হিসেবে পরিচিত ছিলেন। টাইমস নাউ

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়