Saha Suravi
Published:2025-03-08 11:50:56 BdST
রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস আর নেই
ডেস্ক
___________________
কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি, রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা, লোকসেবী কর্মবীর ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন।
রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা
ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন
বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আপনার মতামত দিন: