Saha Suravi
Published:2025-02-22 20:22:44 BdST
জুমার নামাজের পর পরই চলে গেলেন কার্ডিওথোরাসিক সার্জন ডা. জিল্লুর রহমান
ডেস্ক
____________________
কার্ডিওথোরাসিক সার্জন ডা. জিল্লুর রহমান আর নেই। শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ মারা গেছেন তিনি। চট্টগ্রাম এপোলো ই ম্পেরিয়াল হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন এর প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন এক লেখায় জানান,
"
কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই মনে হয় অনেক আপন, অনেক কাছের। তেমনি একজন মানুষ আমার ঘনিষ্ঠ আত্মীয় ডা. জিল্লুর রহমান ভাই। বাংলাদেশের প্রথম দিকের একজন কার্ডিওথোরাসিক সার্জন, শুক্রবার জুমার নামাজের পরপরই ইন্তেকাল করেছেন। খবর পেয়েই আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি কিন্ত এখনও পথেই আছি। একটু আগে জানতে পারলাম বাদ এশা জানাজা হয়ে গেছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আমার এই ক্ষুদ্র জীবনে এত ভালো মনের মানুষ চোখে কমই পড়েছে। উনি কিছুটা অসুস্থ ছিলেন তারপরও সবসময়ই প্রানোচ্ছল ছিলেন। আমি ঢাকা আসলে বেড়াতে বেরুতুম, মনে পড়ছে একদিন মাওয়া ঘাটে ইলিশ খেতে গিয়েছিলাম। আরেকদিন পূর্বাচল। সর্বশেষ আমার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরামপুর। যেখানেই যেতেন সবার মন জয় করতেন।’’
কার্ডিওথোরাসিক সার্জন ডা. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন
বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই ।
তাঁর স্ত্রী ডা. রোজিনা চৌধুরী একজন স্বনামখ্যাত গাইনেকোলজিস্ট। ডা. জিল্লুর রহমানের জন্ম ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি রংপুর জেলায়। রংপুর মেডিকেল থেকে এমবিবিএস পাস করেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব চেস্ট এন্ড ডিজিজ এ কার্ডিয়াক থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে অবসর গ্রহণ করেন কার্ডিওথোরাসিক সার্জন ডা. জিল্লুর রহমান।
আপনার মতামত দিন: