Saha Suravi

Published:
2025-02-08 23:50:34 BdST

ডা. অর্ঘ্যের মৃত্যুর ৯ দিন পর মারা গেলেন হবু স্ত্রী মেডিকেল শিক্ষার্থী প্রতিভা মিতুও



ডেস্ক
_____________________

"ডা. অর্ঘ্যর কাল শ্রাদ্ধ, আর আজকে প্রতিভার দাহন। ভাগ্যের কি নির্মম পরিহাস। মেয়েটার বাসায় এখনও লাইটিং করা। বিয়ের ডালা এদিক ওদিক পড়ে আছে। এমন শোক বিধ্বস্ত দুটি পরিবার।"
সড়ক দুর্ঘটনায় নিহত হবু স্বামীর মৃত্যুর ৯ দিন পরে অনন্তলোকে পাড়ি জমালেন মেডিকেল শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু (২২)। ওই দুর্ঘটনায় আহত হয়ে তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, গত ৩০ জানুয়াারি রাতে তাঁর  হবু  স্বামী নবীন চিকিৎসক ডা. অর্ঘ্য অমৃত মন্ডলের সঙ্গে সাতক্ষীরা থেকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তাঁরা গুরুতর আহত হন।

 

এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। পরে আহত মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


পূর্ব রিপোর্টে জানা যায়,
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, মোটরসাইকেলে করে সদ্য বিবাহিত চিকিৎসক দম্পতি সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডল ও তার স্ত্রী চিকিৎসক প্রতিভা সরকার মিতু গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী   মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।


গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার আফতাব জিলানী বলেন, “সড়ক দুর্ঘটনায় চিকিৎসক দম্পতি আহত হন। পরে তাদেরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডল মারা যান। তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল ।
তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পপুলার মেডিকেল কলেজ।

 

পপুলার মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী প্রতিভা সরকার মিতুর অকাল
মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই। এমন অকাল মৃত্যু কাম্য নয়। সড়কে দূর্ঘটনায় অকালেই হারিয়ে গেল দেশের আরও এক উদীয়মান চিকিৎসক। প্রয়াত ডা. অর্ঘ্য অমৃত মন্ডল ও তার স্ত্রী
মিতু সদ্য স্বপ্নময় সংসার সাজাতে যাচ্ছিল। তার আগেই সড়ক দূর্ঘটনায় সব খান খান হয়ে গেল।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়