DR. AMINUL ISLAM

Published:
2025-01-29 10:50:05 BdST

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ আর নেই


হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ ফাইল ছবি

 

ডেস্ক
___________________

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ আর নেই।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় প্রাক্তন পরিচালক এবং চট্টগ্রামের বিআইটিআইডি পরিচালক,চাঁদপুর জেলার প্রাক্তন সিভিল সার্জন ও ফটিকছড়ি উপজেলার সাবেক ইউএইচএফপিও ছিলেন তিনি। জ্যেষ্ঠ চিকিৎসক ব্যাক্ত্বি ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, আজ মধ্যরাতে ( আনুমানিক দুইটায়) মেসিভ হার্ট এট্যাকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন তিনি ।

সন্দীপের অধিবাসী অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন তিনি। অসম্ভব পরোপকারী, সদালাপী, মানব দরদী ।

পরিবার সদস্যদের সঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ ফাইল ছবি

 

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় প্রাক্তন পরিচালক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ-র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর (সিএমসি ২৮) ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও শাদা মনের মানুষ।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়