Saha Suravi

Published:
2025-01-28 13:43:36 BdST

চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের ডা. এ এস এম মোসলেহ উদ্দিন আর নেই



ডেস্ক
________________

নোয়াখালীর বাসিন্দা প্রবীণ চিকিৎসক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ডা. এ এস এম মোসলেহ উদ্দিন আমেরিকার নিউইয়র্কে মৃত্যুবরণ করছেন । তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন।
ডা. শাহাদত হোসেন রোমেল তথ্য জানিয়েছেন।


সিএমসি ১৬ তম ব্যাচের ডা. এ এস এম মোসলেহ উদ্দিন

এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর (সিএমসি ২৮) ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও ভালো মানুষ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়