DESK
Published:2025-01-16 11:48:23 BdST
হাসপাতাল থেকে মধ্যরাতে ঘরে ঢুকে সাইফ আলি খানকে ছয় বার ছুরিকাঘাত
সংবাদ সংস্থা
________________
এনটারটেনমেন্ট নগরী মুম্বাই র আরব সাগর তীরে ভয়ঙ্কর ঘটনা। ফিল্মি নয়, বাস্তব। বান্দ্রা এলাকায় নিজ বাড়িতে বলিউড তারকা সাইফ আলি খান একের পর এক ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
মুম্বাই এলিট পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এক অনুপ্রবেশকারী ৫৪ বছর বয়সী এই তারকার বাড়িতে ঢুকে তাকে ছয় বার ছুরি দিয়ে আঘাত করে।
সাইফ এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়।
হামলাকারী কে, কী ছিল তার উদ্দেশ্য, তা জানা যায়নি। এনডিটিভি আরও জানায় , সাইফকে ছুরিকাঘাত করার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি এফআইআর করা হয়েছে।
পুলিশের ভাষ্য, সাইফের বাড়িতে রাতে ওই অনুপ্রবেশকারী ঢোকার পর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অনুপ্রবেশকারী সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সময় সাইফ বাড়িতে একা ছিলেন না। তার স্ত্রী কারিনা কাপুর খান থাকলেও তিনি অক্ষত রয়েছেন।
তিনজন পরিচারক ছিলেন ঘরে। তাদের একজন ধস্তাধস্তির সময় আহত হন। এই তিন পরিচারককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, সাইফের ওপর আক্রমণের ঘটনায় একজনই জড়িত ছিলেন। প্রথমে হামলাকারী একজন গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ঘুম থেকে উঠে সাইফ গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।
এদিকে, এ ঘটনায় সাইফ আলি খানের টিম একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তাতে এই তারকার বাড়িতে অনুপ্রবেশকারী ‘চুরির’ উদ্দেশ্যেই প্রবেশ করে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। তিনি এখন হাসপাতালে আছেন। সেখানে তার অস্ত্রোপচার চলছে।
“আমরা সংবাদমাধ্যম ও সাইফ আলি খানের ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করছি। আমরা আপনাদের পরিস্থিতির সবশেষ খবর দিতে থাকব।”
লীলাবতী হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. নিরাজ উত্তমনি জানান, বান্দ্রার বাড়িতে ছুরিতে আঘাত পাওয়ার পর রাত সাড়ে ৩টার দিকে সাইফ আলি খানকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ছয় জায়গায় জখম রয়েছে। তার মধ্যে দুটি গভীর। মেরুদণ্ডের কাছে আঘাতগুলো করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে সুইজারল্যান্ড গিয়েছিলেন সাইফ আলি খান, তার স্ত্রী কারিনা কাপুর ও তাদের দুই ছেলে। গত সপ্তাহে তারা মুম্বাইয়ে ফিরে আসেন।
#
আপনার মতামত দিন: