Saha Suravi
Published:2025-01-14 19:45:41 BdST
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ডা. ইকবাল হোসেন আর নেই
ডেস্ক
_____________________
চট্টগ্রাম মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ডা. ইকবাল হোসেন (৬৩) আর নেই । জানা যায়, দীর্ঘদিন যাবৎ নানাবিধ শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন। চিকিৎসাও নিচ্ছিলেন নিয়মিত। অবশেষে তিনি ১১ জানুয়ারি ২০২৫ গভীর রাতে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি অত্যন্ত সজ্জন, নিরহংকারী , ধার্মিক ব্যাক্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ২২তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. ইকবাল হোসেন (৬৩)এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর (সিএমসি ২৮) ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও ভালো মানুষ।
আপনার মতামত দিন: