DESK
Published:2025-01-09 19:36:49 BdST
হাসপাতাল থেকে ওসির মর্মান্তিক মৃত্যু : " দুই বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন"
ডেস্ক ---------------
বিষণ্ণতাকে অবহেলা নয়। মানসিক এই রোগের চিকিৎসা সময় মত নেওয়া দরকার। নতুবা হতে পারে বিপদ।
এক শোকাবহ ঘটনা ঘটেছে
শরীয়তপুরের জাজিরায়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
এদিকে, ওসি আল–আমিন গত দুই বছর ধরে বিষণ্ণতায় (ডিপ্রেশন) ভুগছিলেন বলে পরিবারের বরাতে নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান।
শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। '
ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক টিম সুরতহাল প্রতিবেদন তৈরির পর বৃহস্পতিবার সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছে।
মৃত ওসি আল–আমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মৃত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। আজ দুপুর সোয়া ১টার দিকে জাজিরা থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা দেখতে পায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে। পরে ঢাকার সিআইডি ফরেনসিক টিম এসে সুরতহাল শেষ করে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও নিহত ওসির পরিবার সূত্রে জানা যায়, গেল বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আল-আমিন। প্রায় চার মাস যাবত ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।
পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করে।
--------
বিষণ্ণতার ৬ তথ্য জেনে নিন, সুস্থ থাকুন
১. জেনেটিক হতে পারে
নতুন এক গবেষণায় বলা হয়েছে, মানুষের ডিএনের বেশ কিছু অংশ বিষণ্নতার জন্য দায়ী। ‘টোয়েন্টি থ্রি অ্যান্ড মি’-এর ওই গবেষণাকর্মে জানানো হয়, রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় অংশ নেওয়া ১৫টি জিন এ রোগের সঙ্গে জুড়ে রয়েছে। এই জিনগুলোই মস্তিষ্কে নিউরন বিকাশে অংশ নেয়।
২. শারীরিক অসুস্থতা
সবাই বিষণ্নতাকে মানসিক বা মস্তিষ্কের রোগ বলে মনে করেন।
আসলে বিষণ্নতা দৈহিক সমস্যারও সৃষ্টি করে। এর কারণে ক্ষুধামন্দা দেখা দেয়। মাথাব্যথা এবং ঘুমের সমস্যাও ঘটে।
৩. নতুন নতুন চিকিৎসা বের হচ্ছে
এ রোগে মানসিক চিকিৎসা বেশ কাজে দেয়।
সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ‘বিহেভিয়োরাল অ্যাক্টিভিশন’ থেরাপির মাধ্যমে রোগীরা পরিস্থিতি সামলে নেওয়ার শিক্ষা পেয়ে থাকে। বিশেষজ্ঞের সঙ্গে বিশেষ আলাপচারিতার মাধ্যমে এ চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও নতুন নতুন অনেক কার্যকর চিকিৎসা বের হচ্ছে।
৪. অতি সাধারণ রোগ
সাধারণ বলতে সহজ-সরল রোগ বোঝানো হচ্ছে না।
এটি বিরল কোনো রোগ নয়। বিশ্বের ৩৫০ মিলিয়ন মানুষ এতে আক্রান্ত।
৫. কাজে বাধা সৃষ্টিতে ওস্তাদ
অনুপ্রেরণার অভাব বিষণ্নতার অন্যতম লক্ষণ। এতে পেশাজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। আমেরিকার এক গবেষণায় বলা হয়, কর্মক্ষেত্রে বিষণ্নতার কারণে উত্পাদনশীলতা কমে আসে।
আর এতে প্রতিবছর ৪৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে কর্মবাজার।
৬. এক কলঙ্কিত রোগ
মানসিক অবস্থার চরম অবনতি ঘটায় বিষণ্নতা। যেকোনো মানুষের কথায় অযথা অপমানিত বোধ করতে পারেন রোগী। নিজেও অন্যদের সঙ্গে অশোভন কথা বলতে পারেন কারণ ছাড়াই। সামাজিক সম্পর্কে চিড় ধরায় এ রোগ।
--হাফিংটন পোস্ট
আপনার মতামত দিন: