Saha Suravi

Published:
2025-01-04 19:46:39 BdST

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থী ডাঃ লুৎফর রহমান আর নেই



ডেস্ক
_______________________

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ লুৎফর রহমান আর নেই।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুমুল হক জানিয়েছেন,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ডাঃ লুৎফর রহমান স্যার আজ কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ২০১৮ সালে কলেজের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই থেকেই দীর্ঘ সময় স্যার অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পারিবারিক সদস্য ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 


স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও ভালো মানুষ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়