Saha Suravi
Published:2024-12-24 12:30:35 BdST
হাসপাতাল থেকে বিল ক্লিনটন হাসপাতালে
ডেস্ক
_____________________
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলের এক মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাঞ্জেল উরেনা লিখেছেন, বিল ক্লিনটন ভালো মেজাজে আছেন এবং তার চিকিৎসার জন্য অসাধারণ যত্নের প্রশংসা করছেন।
জ্বর হওয়ার পর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে ভর্তি করা হয় বলেও জানিয়েছেন উরেনা।
ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ক্লিনটন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ক্লিনটনের ঘনিষ্ঠ একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, তার পরিস্থিতি জরুরি নয় এবং সাবেক প্রেসিডেন্ট ভালো আছেন; সচেতন এবং সজাগ আছেন।
যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট ছিলেন।
ক্লিনটন ২০২১ সালে ছয় দিন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এছাড়া তিনি আগে হৃদরোগজনিত সমস্যায় ভুগেছেন।
২০০৪ সালে ৫৮ বছর বয়সে, হৃদরোগের লক্ষণ পাওয়ার পর তার হার্টের চারটি বাইপাস সার্জারি করা হয়। দশ বছর পরে বুকে ব্যথার অভিযোগ করার পর তার একটি ব্লকড আর্টারি খুলে দেওয়া হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের কিছুদিন পর, ফ্যাটি খাবারের প্রতি দুর্বলতার জন্য পরিচিত এই সাবেক প্রেসিডেন্ট নিরামিষভোজী হয়ে যান। ২০১৬ সালে তিনি পলিটিকোকে বলেছিলেন, ‘আমি নিরামিষভোজী না হলে হয়তো বেঁচে থাকতাম না।’
সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন।
আপনার মতামত দিন: