DESK
Published:2024-12-23 09:45:42 BdST
চট্টগ্রাম মেডিকেলের প্রবীণ ডাঃ জহির আলম চলে গেলেন নি:সঙ্গ একা একা
ডেস্ক
____________________
চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যচের প্রাক্তন প্রবীণ চিকিৎসক ডাঃ জহির আলম বড় নি:সঙ্গভাবে চলে গেলেন। জীবনের শেষ দিনগুলো তাঁর কেটেছে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। করুণ তাঁর জীবনের গল্প। শেষ দিনগুলোতে সেভাবে পাশে পান নি নিকটাত্মীয়দের । এমন নি:সঙ্গ দিনে তার পাশে দাঁড়ান মেডিকেল জীবনের সহপাঠী বন্ধুরা। তাঁরাই চিকিৎসার উদ্যোগ নেন। সুপ্রতিষ্ঠিত ডাক্তার বন্ধুরা তাঁর হাসপাতাল জীবনের শেষ প্রহরে সময় দেন। তার বেডও সাফ সুতরো করেন বলে ডিউটি স্বাস্থ্যসেবীরা জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যচের প্রাক্তন প্রবীণ চিকিৎসক ডাঃ জহির আলমর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
আপনার মতামত দিন: