DR. AMINUL ISLAM

Published:
2024-12-18 12:48:48 BdST

চেম্বারের কড়চাছেলেটি দশম শ্রেণিতে পড়ে: রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের কবিতা শোনালো


 


অধ্যাপক ডা. ভাস্কর সাহা
প্রাক্তন অধ্যক্ষ
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ
________________________


আজ একটি ছেলে এসেছে রোগী হিসাবে।
ছেলেটি দশম শ্রেণিতে পড়ে স্থানীয় একটি মাদ্রাসাতে।
তার সমস্যা কয়েকদিন জ্বরে ভোগার পর কথা বলতে গেলে জড়িয়ে যায়। আমরা যাকে বলি তোতলামী।
টুকটাক আলাপ করলাম। নাম ঠিকানা খাওয়া ঘুম এইসব।কথায় তেমন কোন ত্রুটি পেলাম না।
পরীক্ষার অংশ হিসাবে
জিজ্ঞেস করলাম তুমি ছড়া কবিতা পারো?
জি পারি
একটা ছড়া বা কবিতা শোনাও
সে আমাকে অবাক করে দিয়ে কবি শামসুর রাহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অনেকখানি শুনিয়ে দিলো
জিজ্ঞেস করলাম আর কার কার কবিতা তুমি পারো?
নজরুল রবীন্দ্রনাথ সহ আরও কয়েকজনের নাম বললো
জীবনানন্দের কবিতা পারো?
জি,আবার আসিবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
এটা কবিতা থেকে গান হযেছে।শুনেছো?
জি
অন্য রোগীর লোকজন রিপোর্ট হাতে বাইরে অপেক্ষা করছে তাই আর বেশি সময় দিতে পারলাম না
বললাম একমাস পরে যখন আসবে তখন তোমার কবিতা পাঠ শুনবো আর তোমার জন্য গিফ্ট থাকবে।
আশাকরি এর মধ্যে তুমি ভালো হয়ে যাবে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়