DR. AMINUL ISLAM

Published:
2024-12-16 12:38:48 BdST

লোকসেবী মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ শাহাব উদ্দিন মুজতবা আর নেই



ডেস্ক
_____________________


লোকসেবী মনোরোগ বিশেষজ্ঞ
ডাঃ শাহাব উদ্দিন মোহাম্মদ মুজতবা আর নেই। তিনি খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নিয়েছিলেন।


আজ ১৬ ডিসেম্বর ২০২৪ তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তাঁর স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন যাবত মাল্টিপল মায়েলোমা ও ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ছিলেন।

বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের
প্রফেসর ডা. সুলতানা আলগিন তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তিনি বলেন, ডাঃ শাহাব উদ্দিন মোহাম্মদ মুজতবা একজন শাদা মনের মানুষ ছিলেন। গভীর যত্নে রোগীদের দেখতেন। একজন ধর্ম অন্তপ্রাণ ছিলেন। এবং ধর্মীয় ভাবে নিগুঢ় দর্শণের অনুসারী ছিলেন। রোগীসেবাকেও তিনি ইবাদত মনে করতেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়