Saha Suravi
Published:2024-12-12 11:17:57 BdST
অর্থোপেডিকস: সেরা ডাক্তারের সন্ধানে
ডেস্ক
______________
অধ্যাপক ডাঃ মিজানুর রহমান কল্লোল বাংলাদেশের বরেণ্য একজন অর্থোপেডিক ও ট্রমা সার্জন।
অধ্যাপক কল্লোল
এমবিবিএস (ঢাকা), ডি-অর্থো (বিএসএমএমইউ), পিএইচডি। অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী)। হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ, অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন- ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
তিনি অর্থোপেডিক ও ট্রমা সার্জন হিসেবে যে সব রোগের
যে সকল রোগের চিকিৎসা করেন, তা হল,
হাড় এবং জয়েন্ট ইনফেকশন
হাড় ভাঙ্গা
স্থানচ্যুত হাড়
টিস্যু আঘাত
পেশী সংক্রমণ এবং টিউমার
লিগামেন্ট এবং টেন্ডন ইনফেকশন
চেম্বার সময়সূচী
ডা. মিজানুর রহমান কল্লোল এর পরিচয়
জন্ম ১ জানুয়ারি, খুলনা । এমবিবিএস পাশ করেছেন শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল থেকে । পোস্ট গ্রাজুয়েশন করেছেন অর্থোপেডিক সার্জারিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা থেকে। লেখালেখির শুরুটা কবিতা দিয়ে হলেও সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প লিখেছেন প্রচুর। অনুবাদেও সমান দক্ষ । মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য নিয়েও কাজ করেছেন অনেক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিকে তিনি সাহিত্যের পর্যায়ে নিয়ে গেছেন । ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন । তিনি শেরই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রসংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন ।
প্রথম কবিতার বই একজন স্বপ্নপুরুষের কাছে মৃত্যুর অনুবাদ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। বাংলা ভাষায় প্রথম দীর্ঘ সায়েন্স ফিকশন কবিতা লেখেন তিনি। স্বাস্থ্য বিষয়ক লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে পেয়েছেন আনোয়ারা-নূর পুরস্কার । চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে ফ্রিলেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক এফজেএ অ্যাওয়ার্ড অব ফ্রিডম ২০১২ প্রদান করা হয়। এছাড়াও তাকে মাদার তেরেসা স্বর্ণপদক ২০১২ এবং মে দিবস সম্মাননা ২০১৩ প্রদান করা হয়। রহস্য পত্রিকায় তিনি পাঠকদের স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন এবং উন্মাদ পত্রিকার পরিকল্পনা বিভাগে রয়েছেন। ।
আপনার মতামত দিন: