Saha Suravi
Published:2024-11-21 11:22:36 BdST
অকালেই চলে গেলেন নবীন ডা. জুনায়েদ খন্দকার
ডেস্ক
_____________
অকালেই চলে গেলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ১৬-১৭ সেশনের প্রাক্তন শিক্ষার্থী ডা. মো. জুনায়েদ খন্দকার। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর২০২৪ রাত সোয়া চারটার দিকে মারা যান তিনি।
তিনি গত ১১ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ডা. জুনায়েদ গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন: