DESK

Published:
2024-10-03 13:43:17 BdST

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে সহিংস হামলা :ডাক্তারসহ আহত ৩


 

ডেস্ক
___________________

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাঠিসোঁটা নিয়ে সহিংস হামলা চালিয়েছেন এক রোগীর উত্তেজিত স্বজনেরা। এতে এক চিকিৎসকসহ তিন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ ছিদ্দিক নামে সাত বছরের ওই শিশুকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাক্তাররা যথারীতি প্রয়োজনীয় জরুরি প্রাথমিক চিকিৎসা দেন। অত:পর গুরুতর আহত রোগীর একান্ত প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু স্বজনেরা সেই পরামর্শ না শুনে কক্সবাজার না গিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যার পর শিশুটি মারা যায়। পরে স্বজনেরা এসে হাসপাতালে হামলা চালান।

এ বিষয়ে ডা. প্রণয় রুদ্র মিডিয়ায় বলেন, আহত শিশুকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু স্বজনেরা তাকে কক্সবাজার না নিয়ে বাড়ি নিয়ে গেলে সেখানে সন্ধ্যার পরে শিশুটি মারা যায়। পরে শিশুর স্বজনেরা এসে হাসপাতালে হামলা চালান। বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং হাসপাতালে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।

ঘটনার পরে রাতেই নিহত শিশুর স্বজনদের নিয়ে বৈঠকে বসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) প্রণয় রুদ্র, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এনামুল হক, টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও মিডিয়ায় জানান, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালান। নিহত শিশুর অভিভাবকেরা নিজেদের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়