DESK
Published:2024-09-12 13:02:53 BdST
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. জাওয়াদুল হক
ডেস্ক
_________________
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগ প্রধান অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে রামেবির উপাচার্যের শূন্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক রামেবি’র তৃতীয় উপাচার্য। রামেবি প্রতিষ্ঠার পর তিনি প্রিভেন্টিব অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন এবং কলেজ পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
আপনার মতামত দিন: