DESK
Published:2024-09-04 15:23:55 BdST
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন
ডেস্ক
____________
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, চিকিৎসা শিক্ষা বিভাগ) , ভারপ্রাপ্ত হিসেবে মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
২ সেপ্টেম্বর২০২৪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, চিকিৎসা শিক্ষা বিভাগ) হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
একই প্রজ্ঞাপনে মুগদা মেডিকেলের পেডিয়াট্রিক্স সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলমকে সেন্টার ফর মিডসিন এডুকেশনের (সিএমই) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন দেখে নিন এক ক্লিকে
নিচে ক্লিক করুন
https://drive.google.com/file/d/1ODvBNaAvANyG0LjmhtzHkzsY5KwqWKdy/view
আপনার মতামত দিন: