DESK

Published:
2024-08-27 17:46:57 BdST

ডা. শফিকুল কবীর জুয়েল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এর উপ-পরিচালক হলেন


তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এনআইএমএইচ- এর পরিচালক অধ্যাপক ডা. অভ্রদাশ ভৌমিক এবং সহকর্মীগন

 

ডেস্ক
______________________

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) এর উপ-পরিচালক পদে নিযুক্ত হয়েছেন ডা. শফিকুল কবীর জুয়েল । ২৫শে আগস্ট, ২০২৪ তিনি নিয়োগ পান।

তিনি বর্তমানে এনআইএমএইচ এ সহযোগী প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে সহযোগী প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এনআইএমএইচ- এর পরিচালক অধ্যাপক ডা. অভ্রদাশ ভৌমিক এবং সহকর্মীগন।

ডা. শফিকুল কবীর জুয়েল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট:এনআইএমএইচ- এর উপ-পরিচালক পদে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
মনোরোগ বিদ্যা বিভাগের
প্রফেসর ডা. সুলতানা আলগিন। তিনি বলেন, তাঁর সাফল্য কামনা করি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়