DESK
Published:2024-08-26 14:32:21 BdST
বরেণ্য হেপাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান অসুস্থ
ডেস্ক
______________
বাংলাদেশের বরেণ্য হেপাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান অসুস্থ, কয়েকদিন ধরে ঢাকার একটি বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার অধ্যাপক ডা. মবিন খানের ব্যক্তিগত ম্যানেজার মিডিয়াকে বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কিছু রোগে ভুগছেন তিনি।
তিনি বলেন, স্যারের শরীরটা অনেকদিন ধরে খারাপ যাচ্ছে। উনার অনেক বয়স হওয়ায় কিছুটা অসুস্থতা আছে। ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত। এখন হাসপাতালে আছেন, বাসায় নিয়ে যাওয়া হবে। বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. মবিন খানের দ্রুত আরোগ্য কামনা করে ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
মনোরোগ বিদ্যা বিভাগের
প্রফেসর ডা. সুলতানা আলগিন বলেন, স্যারের সুস্থতার জন্য আসুন আমরা সবাই প্রার্থনা করি । তিনি আমাদের চিকিৎসক সমাজের আলোকবর্তিকা।
ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে গন্য করা হয়। তিনি সর্বজনশ্রদ্ধেয়, সর্বমান্য মহতী চিকিৎসক।
অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজির সভাপতি ছিলেন।
আপনার মতামত দিন: