SAHA ANTAR

Published:
2024-02-24 19:16:28 BdST

হাতুড়েদের কথায় কান দেবেন না, এনেস্থিসিয়া সার্জারির জন্য অপরিহার্য



ডেস্ক
________

ডা: চঞ্চল দেবনাথ এনেস্থিসিয়া নিয়ে সময়োপযোগী লেখা লিখেছেন। সকলের সচেতনতার জন্য লেখা প্রকাশ করা হল।

যাঁরা ভাবেন এনেস্থিসিয়া শুধুমাত্র ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা তাঁদের উদ্দেশ্যে বলছি-

এনেস্থিসিয়াতে কী কী করা হয়-
১. অচেতন এবং অপারেশন চলাকালীন স্মৃতি বিলোপ।
২. অপারেশন চলাকালীন ব্যথার অনুভূতি নাশ।
৩. মাংসপেশিকে শিথিল করন, যাতে সার্জন অতি সহজে তাঁর সার্জারি সম্পাদন করতে পারেন।

উপরোক্ত কাজগুলো সম্পাদনের জন্য শিরায়, মেরুদণ্ডে বা নার্ভের নিকটে ইঞ্জেকশনের মাধ্যমে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আপনার বয়স, শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত জটিলতা বিবেচনা করে, নিয়ন্ত্রিত, সংযত, পরিমিত এবং যথাযথ ওষুধ প্রয়োগ করা হয়।

এনেস্থিসিয়ার ওষুধ প্রয়োগের ফলে কী কী অসুবিধা হতে পারে -
১. সম্পূর্ণ এনেস্থিসিয়া ( জেনারেল এনেস্থিসিয়া) -র ক্ষেত্রে রোগীর শ্বাসপ্রশ্বাস সম্পূর্ণভাবে বন্ধ থাকে। সেজন্য শ্বাসনালীতে পাইপ ঢুকিয়ে মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাস দেয়া হয়।
এখানেও সমস্যা। যদি শ্বাসপ্রশ্বাসের পরিমাণ কমবেশি হয় তাতে অক্সিজেন স্বল্পতার মতোই ভয়াবহ এসিড ও ক্ষারীয় এবং লবণের তারতম্যের সৃষ্টি হয়।
২. হৃদস্পন্দন কমতে পারে, বাড়তে পারে, এমনকি থেমেও যেতে পারে।
৩. রক্তচাপের তারতম্য ঘটতে পারে।
৪. কিডনি বিকল হয়ে যেতে পারে।
৫. পেশি শিথিলকারী ওষুধ নিউরোটক্সিক সাপের বিষের মতো নিউরোমাসকুলার জাংশনে কাজ করে। সুতরাং এর যথাযথ প্রয়োগ এবং নিস্ক্রিয়ক্রণ না হলে হতে পারে জীবন সংশয়।
৬. সব ওষুধের রয়েছে প্রাণঘাতি এলার্জিক প্রতিক্রিয়া।

এছাড়াও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা স্বল্প পরিসরে বলা সম্ভব নয়।

তাহলে কি এনেস্থিসিয়া ভয়াবহ কিছু -
উত্তর : মোটেও না। বরং এনেস্থিসিয়া অতিমাত্রায় নিরাপদ যদি তা একজন দক্ষ এনেস্থিসিয়া ডাক্তার প্রয়োগ করেন। তিনি জানেন কীভাবে এই পরিস্থিতিগুলো সুন্দরভাবে মোকাবিলা করা যায়। এনেস্থিসিয়া আপনার সার্জারির জন্য অপরিহার্য।

আবারও বলছি, এনেস্থিসিয়া একজন দক্ষ এনেস্থিসিয়া ডাক্তারের তত্ত্বাবধানে অতিমাত্রায় নিরাপদ।

ভীতি নয় সচেতনতা বাড়ুক।

ডা: চঞ্চল দেবনাথ
এমবিবিএস, ডিএ, এফসিপিএস
কনসালট্যান্ট নিউরো এনেস্থিসিয়া ও নিউরো আই সি ইউ
বি আর বি হসপিটালস লিমিটেড

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়