SAHA ANTAR
Published:2023-11-24 07:27:51 BdST
সার্জারির আগে যেসব প্রস্তুতি নিতে হবে
অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
ডেস্ক
_______
সার্জারি বা অপারেশনের আগে যে সব প্রস্তুতি নিতে হবে, তার বিস্তারিত লিখে জানিয়েছেন বাংলা দেশের চিকিৎসা আচার্য
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ।
সার্জারির আগে সার্জনের সঙ্গে আলোচনা করতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে তা ছাড়তে হবে। খেতে হবে স্বাস্থ্যকর খাবার, যেমন—ফল, সবজি, হোল গ্রেন, লিন মিট, মাছ, কচি মাংস।
প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত। সার্জারির আগে-পরে আমাদের দেশের মানুষ পরিবার ও বন্ধুবান্ধবের সান্নিধ্য বেশ ভালোই পায়। তাই বলে হাসপাতালে ভিড় করা ঠিক না।
সার্জারির আগে শারীরিক পরীক্ষা
লো রিস্ক সার্জারি বা কম ঝুঁকিপূর্ণ সার্জারিতে শারীরিক পরীক্ষার প্রয়োজন না-ও হতে পারে। যাদের উচ্চরক্তচাপ, ডায়াবেটিস বা অন্য ক্রনিক হেলথ ডিজিজ নেই, তাদের তেমন পরীক্ষা লাগে না। তবে ফিজিক্যাল এক্সামিনেশন না হলেও সার্জারির আগে অ্যানেস্থেসিয়া টিমের একজন শারীরিক অবস্থা পরীক্ষা করতে পারেন। কিছু প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন। রোগী অ্যানেস্থেশিয়া ও সার্জারির ধকল নিতে পারবে কি না তা উপলব্ধি করার জন্য শারীরিক পরীক্ষার প্রয়োজন পড়ে।
সার্জারির আগে যেসব পরীক্ষা করা হয়—
* ওজন
* উচ্চতা
* ওষুধের তালিকা
* সার্জারির আগে এসব গ্রহণের নির্দেশিকা
* বংশরোগের ইতিহাস জানা
* শরীর পরীক্ষা
* ব্লাড টেস্ট
* ইউরিন টেস্ট
* ইসিজি
* এক্স-রে
সার্জারির আগে করণীয়
* যেসব ওষুধ খেতে হচ্ছে সেগুলোর তালিকা
* ইনসুলিন পাম্প নিয়ে আসতে হবে
* শিথিল আরামের পোশাক পরতে হবে
* নিত্যপ্রয়োজনীয় জিনিস
* সার্জারির দুই ঘণ্টা আগে পৌঁছাতে হবে
* সার্জারি পর পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হবে। সার্জনের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করতে হবে।
#
আপনার মতামত দিন: