SAHA ANTAR

Published:
2023-02-03 08:17:06 BdST

মর্মান্তিক সিডনিতে গাড়ির ভেতর ৫ ঘণ্টা আটকা প্রবাসী বাংলাদেশির ৩ বছর বয়সী সন্তানের মৃত্যু


শোকসন্তপ্ত পিতা

 


ডেস্ক / সংবাদ সংস্থা
__________________

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ভেতর প্রায় ৫ ঘণ্টা আটকা থাকার পর প্রবাসী বাংলাদেশি দম্পতির ৩ বছর বয়সী এক সন্তান মারা গেছে। শোকসন্তপ্ত পিতা সন্তান হারিয়ে পাগল প্রায়।

শিশু ছিল এ-ই গাড়িতে -----------

শিশুটির বাবা-মা ২ জনই বাংলাদেশি। শিশুটির বাবা বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ছোট শিশুটিকেও গাড়িতে করে নিয়ে যান। বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তিনি ছোট শিশুটিকে গাড়ি থেকে নামাতে ভুলে যান।

বৃহস্পতিবার গ্লেনফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় ৫ ঘণ্টা পর বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট শিশুটির কথা তার মনে পড়ে। তখন তিনি শিশুটিকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। খবর পেয়ে পুলিশ এবং স্বাস্থ্যসেবা কর্মীরা এসে শিশুটিকে মৃত ঘোষণা করে।

শিশুর বাবাকে ক্যাম্পবেলটাউন থানায় নিয়ে যাওয়া হয়। শোকসন্তপ্ত পিতা পুলিশকে জানিয়েছেন, শিশুটি সারাদিন বন্ধ গাড়িতে ছিল।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়