ডা কামরুন লুনা

Published:
2022-11-09 22:36:53 BdST

১৬হাজার টাকার বিলে আরও ১১হাজার টাকা কমিশন নিলো রোগীর স্বজন


ডা সুরেশ তুলসান

 

ডা সুরেশ তুলসান
__________________________

রোগীর স্বজনেরাই রোগীর দালাল।
একজন হত দরিদ্র মহিলা রোগী, বয়স ৫০+, এসেছেন মলদ্বারের সমস্যা নিয়ে।
অপারেশন লাগবে।
রোগীর সাথে বেশ কয়েকজন স্বজন।
এর মধ্যে একটা ছেলে কিছুটা স্মার্ট এবং লেখাপড়া জানা মনে হল, সেই মুলত কথা বলছিলো। সম্পর্কে কি হয় জানতে চাইলে রোগী জানালেন তার নাতি ছেলে (রোগীর মেয়ের ননদের চাচাতো বোনের ছেলে)।
রোগী দেখা হয়ে গেলে সবাইকে বাইরে রেখে ছেলেটা আবার চেম্বারে ঢুকলো অপারেশন এর খরচের বিষয়ে আলাপ করতে। বললাম, এই অপারেশনে সাধারণত ২৫-৩৫ হাজার টাকা খরচ হয়। তবে রোগী যেহেতু গরীব, সেহেতু আমি তাকে সব মিলিয়ে একটা হিসাব দিলাম যে ওই ক্লিনিকে করালে ঔষধ, বেড, অপারেশন সব মিলিয়ে ১৩০০০/- টাকা খরচ হবে। পরে উনারা অন্য একটি ক্লিনিকে ভর্তি করলে আমি সেই রোগীর অপারেশন যথারীতি করে দেই।
ক্লিনিক থেকে আমি তখনও আমি আমার অপারেশন এর বিল পাইনি, তার আগেই রোগী ফলো-আপে এসে হাজির।
কৌতূহল মেটাতে জানতে চাইলাম ওই ক্লিনিকে বিল নিয়েছে কত ? রোগীর উত্তর ২,৭০০০/- টাকা।

রোগীর মেয়ের কাছে জানতে চাইলাম এই ২৭,০০০/- টাকা তারা কার হাতে দিয়েছে ?
বললেন, তাদের সেই নাতি ছেলের হাতে। নাতি ছেলে আরও বলেছে ডাক্তার এই টাকার কম নিবে না। বিল আরও বেশি নেয়, সে নাকি বলেকয়ে কিছুটা কমিয়েছে।
এই ডাক্তারের দয়ামায়া নাই, বেশি কথা বলা যায় না, কম নিতে বললে রাগ করবে, ইত্যাদি ইত্যাদি।
সাথে সাথেই ক্লিনিকের ম্যানেজারকে ফোন করে জানতে চাইলাম এদের বিল নিয়েছেন কত ? উত্তর এলো ১৬,০০০/- টাকা এবং টাকা রোগীর নাতি ছেলে জমা দিয়েছে।

ফোন স্পিকারেই দেয়া ছিলো। আমার এবং ক্লিনিকের ম্যানেজারের কথপোকথন রোগীর মেয়ে পুরাটাই শুনলো আর অতি বিষ্ময়ে ভাবতে থাকলো তার বাকি ১১,০০০/ টাকা কোথায় গেল ?? !!

আর আমি ভাবছি ব্যাপারটাকে দালালি বলবো না প্রতারণা বলবো ?

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়