Desk
Published:2022-11-06 06:11:39 BdST
সিআরপির মেন্টাল হেলথ ডে সেন্টার পরিদর্শন করলেন বিএসএমএমইউর মনোরোগ ফ্যাকাল্টি
ডেস্ক
_______________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের ফ্যাকাল্টি সিআরপি র "মেন্টাল হেলথ ডে সেন্টার" পরিদর্শন করে এলেন।
বিএসএমএমইউর মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক জানান,
"
৩ নভেম্বর ২০২০ সিআরপি, মিরপুর এর "মেন্টাল হেলথ ডে সেন্টার" ভিজিটে গেলাম আমরা বিএসএমএমইউ এর ফ্যাকাল্টিবৃন্দ। মানসিক রোগ চিকিৎসার একটি গুরুত্ব পূর্ণ অধ্যায় হলো পুনর্বাসন। রোগের লক্ষণ কমে গেলে, রোগীর মানসিক সক্ষমতা ফিরে এলে প্রয়োজন হয় তাকে সমাজে, কর্মের জগতে ফিরিয়ে দেওয়া। সেটা না করে যদি ঘরে বসিয়ে রাখা হয় তাহলে রোগ লক্ষণ না থাকলেও পরিপূর্ণ সুস্থতা অর্জিত হয় না। আর সেই ধরনের ব্যবস্থাপনাই রোগী এবং রোগীর যত্নকারী কে শেখানো হয় সিআরপি তে।
ফ্যাকাল্টি টিমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা.নাহিদ মাহজাবিন মোর্শেদ, সাইকোথেরাপি উইং এর প্রধান প্রফেসর ডা.সুলতানা আলগিন, ব্লু ইউনিট চীফ প্রফেসর ডা.মহসীন আলি শাহ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ,সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ও সহকারী অধ্যাপক ডা.ফাতেমা মারিয়া খান । "
আপনার মতামত দিন: