Dr.Liakat Ali

Published:
2022-09-20 08:57:18 BdST

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেলেন ডা. কেয়া সুবাহ


ডা কেয়া সুবাহ


ডেস্ক
__________

প্রতিশ্রুতিশীল  মেধাবী চিকিৎসক ডা কেয়া সুবাহ অার নেই। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রয়াত হয়েছেন।


ওমানে একটি হাসপাতালে তিনি গাইনী বিভাগে কর্মরত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় ডা কেয়া সুবাহর অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা অালগিন। তিনি বলেন, এই অকাল প্রয়াণের মর্মান্তিক বেদনা ভার দুঃসহ। প্রয়াতের পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ডা জিয়াউদ্দিন ফরহাদ লিখেছেন, ওপারে ভালো থাকবেন কেয়া সুবাহ আপু।

ঘুম থেকে উঠা মাত্র এমন মর্মান্তিক খবর শুনবো কখনো কল্পনা করি নাই।
গতরাতে দেশ থেকে মাস্কাট আসছেন আর আজ ভোর সকালে নিজের কর্মস্থলে যাওয়ার পথে রোড এক্সিডেন্ট করে সবাইকে চিরবিদায় জানিয়ে ওপারে চলে গেলেন এটা কোনো ভাবেই মেনে নিতে পারছিনা...।


আপনার ফেসবুক স্টোরি শেয়ার দেখেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনো দেখাচ্ছে আপনি আর আপনার মেয়ে প্লেনের সিটে বসে স্টোরি শেয়ার করছেন আর সবাইকে জানিয়ে দিয়েছেন আপনি ওমান আসছেন.... মৃত্যু যে আমাদের খুব সন্নিকটে আর আমরা যে কত অবহেলা করে যাচ্ছি..।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়