ডা কামরুন লুনা

Published:
2022-08-30 22:20:14 BdST

ডা. সুলতানা রাজিয়া সুমির অকাল মৃত্যু


 অকাল প্রয়াত ডা. সুলতানা রাজিয়া সুমি

 

ডেস্ক
_____________

মেধাবী চিকিৎসক সুলতানা রাজিয়া সুমি অকালে চলে গেলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ডা. সুলতানা রাজিয়া সুমি স্কটল্যান্ডে প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। তিনি সিএমসি৩৮ এর মেধাবী শিক্ষার্থী ছিলেন।

 অকাল প্রয়াত ডা. সুলতানা রাজিয়া সুমি র অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা. সুলতানা আলগিন। তিনি বলেন, এই অকাল প্রয়াণ খুবই বেদনাবহ ও মর্মান্তিক। তার শোকসন্তপ্ত র পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়