Dr.Liakat Ali

Published:
2022-08-28 23:21:54 BdST

মর্গ থেকে মর্মান্তিকস্বামীর বিশ্বাসঘাতকতায় লেবাননে সন্তানসহ বাংলাদেশি শিরিনের আত্মহত্যা


 

ডেস্ক
___________

স্বামী দেনা রেখে পালিয়ে গিয়েছিল বাংলাদেশে।
লেবাননের রাজধানী বৈরুতে আটকা পড়া এক বাংলাদেশি নারী শিরিন খাতুন সেখানকার দেনাদারদের যন্ত্রণার বিষ সহ্য করতে না পেরে ২ শিশুসন্তানসহ 'বিষপান' করে চিরমুক্তি লাভ করতে চেয়েছিলেন। এই ঘটনায় শিরিন ও তার এক মেয়ে মারা গেছেন।

অপর শিশুসন্তানটি বেঁচে গেছে এবং এখন শঙ্কামুক্ত।


বৈরুতে বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

গত ১৬ আগস্ট বৈরুতে বাংলাদেশি অধ্যুষিত সাবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিরিন খাতুনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার।

ঘটনার দিন দুপুরে শিরিন খাতুন ছেলে মাহমুদ ও মেয়ে খাদিজাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।


খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিরীন ও তার ২ সন্তানকে মুমূর্ষু অবস্থায় বাসা থেকে উদ্ধার করে দ্রুত বৈরুতের মাকসুদ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর শিশুকন্যা খাদিজা মারা যায়। এর একদিন পর মা শিরীন খাতুনের মৃত্যু হয়।

প্রতিবেশীরা আরও জানান, শিরীন খাতুন তার স্বামী রাজু উদ্দিনের সঙ্গে অনেকদিন ধরে সাবরা এলাকায় ছিলেন । ২ বছর আগে রাজু স্থানীয় কয়েকজন বাংলাদেশির কাছ থেকে ঋণের কথা বলে অর্থ নিয়ে বাংলাদেশে চলে যান।

তখন থেকেই পাওনাদাররা অর্থের জন্য শিরীনকে চাপ দিতে থাকেন।

শিরীনের মা মনোয়ারা বেগম তার মেয়ে ও নাতির মৃত্যুর জন্য রাজুকে দায়ী করেন।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়