Dr. Aminul Islam

Published:
2022-06-13 21:51:25 BdST

রংপুরে বেসরকারি হাসপাতালের ডাক্তারের প্রতি ঘন্টার মজুরি ৭৫ টাকা: জীবন রক্ষার পেশার হালচিত্র


মেডিকেল কলেজ ব্যবসায় রমরমা। একদল শিক্ষার্থী । ফাইল ছবি।

 

ডা. মোহাম্মদ শাহরিয়ার ফরিদ
________________________

বাংলাদেশের বড় শহর রংপুরে কোনও কোনও বেসরকারি হাসপাতালের একজন ডাক্তার প্রতি ঘন্টায় ৭৫ টাকা পাচ্ছেন। আটঘন্টায় ৬০০ টাকা। সেখানে এমনই দস্তুর। দেশে চিকিৎসকদের সংখ্যা বাড়ছেই। বেসরকারি চিকিৎসক লাখের মতো। অন্যদিকে এই মানুষের জীবন রক্ষার মজদুরদের মজুরি প্রতিদিন কমছে। অর্থনীতির সূত্র মেনেই বেশি ডাক্তার, কম মজুরির ঘটনা ঘটছে। অন্য কোন পেশার সঙ্গে তুলনা করে কাউকে অবমূল্যায়ন করতে চাই না। সকল পেশাই মহান। শুধু বলতে চাই, ঘন্টায় ৭৫ টাকা মজুরির পেশা এখন নেই বললেই চলে।
কি বলব! বাড়াও অপ্রয়োজনীয় মেডিকেল কলেজ। বানাও সবচেয়ে কম মজুরির ডাক্তার। নাম লেখাও রেকর্ড বুকে।প্রয়াত মার্শাল ল প্রেসিডেন্ট জিয়ার জমানায় একসময় ডিগ্রি কলেজ খোলার হিড়িক পড়েছিল। এরশাদ আমলেও তা অব্যাহত ছিল। জিয়ার গ্রাম সরকারের অনেক প্রেসিডেন্টও তখন হিড়িকে তার এলাকায় ডিগ্রি কলেজ খুলে বসেছিল। এখন মেডিকেল কলেজ নিয়ে সেই খেলা চলছে। বিএ ডিগ্রির মত বিকোচ্ছে এমবিবিএস ডিগ্রিও। এসব ডিগ্রি দিয়ে কি হবে! 

বিশিষ্ট জন
ডা. সাজ্জাদ হোসেন বেশ কষ্ট নিয়ে জানান,"আজকে একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল
তা হলো রংপুরে বেসরকারি মেডিকেল অফিসার দের বেতন আটঘন্টায় ৬০০ টাকা।
ঘন্টা য় ৭৫ টাকা।
দেশে প্রায় লাখের উপরে বেসরকারি ডাক্তার আছে এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।
আর সরকারি তে আছে ২৫০০০ এবং এই সংখ্যা মোটামুটি ফিক্সড।
যারা বেসরকারি হাসপাতালে চাকরি করেন তারা জানেন কি পরিমান দূর্ভোগ পোহাতে হয়।
সবাই জানেন, কিন্তু বলেন না।
চাকরি সকালে আছে ত বিকেলে নেই।।
বেতন ঠিকমত পাওয়া যায় না।
মালিক পক্ষে র দূর্বেবহার।
এসব যেন প্রাইভেট ডাক্তার দের নিত্য সঙ্গী।।

এই যে করোনা গেল এতগুলো প্রাইভেট ডাক্তার চাকরি করল।
এদের একজনও প্রনোদনা কি জিনিস তা জানে না।
কোয়ারেন্টিন কি জিনিস বুঝে না কারন চাকরি করলে টাকা না করলে নো টাকা।
ডিউটি ফাকি দেয়ার কোনও উপায় নাই কারন সকালে ফিন্গার দিয়ে ঢুকতে হয় আর বেরোনের সময় ওটা ঢুকাতে হয়।
আর পিপিই এসব বেসরকারি তে যেগুলো দিত সেসব নিয়ে আর না বলি।
এত সার্ভিস দিয়ে ও কেউ হেলথ হিরো নয় ওরা হলো জিরো।

শুনেছি বেসরকারি সংস্থা একটা আছে, এটি কোথায়, কারা এসব পরিচালনা করে, তাদের কাজ কি আমার মত অনেকেই জানে না।
এই যে বিশাল ডাক্তার জনগোষ্ঠী এদের দেখা র মত কোনও সংস্থা কি থাকবে না?
এদের জন্য কোনও প্রটোকল কি হবে না।
কোথায় স্বাচীপ
কোথায় DAB
কোথাও BMA?"

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়